এক নজরে বেতাগী

এক নজরে বেতাগী

ক) নাম –৭নং বেতগী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –৪৩৭৮ (বর্গ মাইল)
গ) লোকসংখ্যা –৪৯ হাজার  জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা –১৮ টি।
ঙ) মৌজার সংখ্যা –১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা -১ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –সিএনজি।
জ) শিক্ষার হার –৬৫%
    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     
    উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
   সরকারী এম পি উ ভুক্ত দাখিল মাদ্রাসা- ১টি। ফোরকানীয়া মাদ্রাসা-১৪টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মুহাম্মদ নুর কুতুবুল আলম
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৪ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –বেতাগী চম্পাতলী পাহাড়।
ঠ) ইউপি ভবন–    বাস্তবায়নাধীন।
গ্রাম সমূহের নাম –
            
পশ্চিম বেতাগী,ঢেমির ছড়া, পাল পাড়া, উত্তর বেতাগী, মধ্য বেতাগী, চম্পাতলী, স’মিল ঘাট, বড়ুয়া পাড়া, বাড়ী পাড়া, ডিঙ্গললোঙ্গা, বানিয়া খোলা, তিনচৌদিয়া, চাদার বাড়ী, কাউখালী, চেংখালী অংশ-১, চেংখালী অংশ ২, বালুর চর, গুনগুনিয়া বেতাগী,
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
               ১) নির্বাচিত পরিষদ সদস্য –১৩ জন।
               ২) ইউনিয়ন পরিষদ সচিব –১ জন।
               ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ –৯ জন।
                  ৪) উদ্দ্যোক্তা-১ জন।

0 comments:

Copyright © 2013 হৃদয়ে বেতাগী